Lyrics

দুনিয়ায় দিও গো তাঁর নেক নেগাহ

দুনিয়ায় দিও গো তাঁর নেক নেগাহ

মউতে পাই যেন মুখ চাঁদমাখা

কবরে কেমনে থাকব একা একা

তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা।।

দুনিয়ায় পাঠালে কেন সফরে

পড়েছি আজি এ কেমন ফেরে

নফস দুশমন কেন দিলে সাথী করে

কি করে বাঁচে ঈমান যুদ্ধ করে একা একা।।

নয়নে পাই যেন গো কাছে তাঁরে

মরণে থাকে গো যেন কোলে করে

কবরে কেমনে চিন্ত যখন দেখাবে তাঁরে

যদি দুনিয়ার হায়াতে না, পাই তাঁর দেখা।।